মদনে বিদ্যুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রি নিহত।
আপডেটঃ ১০:১০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার শনিবার চাঁনগাও ইউনিয়ন চাঁনগাও রত্নপুর মৃত নূরুল ইসলাম এর ছেলে সাইফুল (৪০) এর বাসায় রং করতে গিয়ে ২ জন রং রং মিস্ত্রি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।আরেক জনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে হিমেল (২৮) ও একই ইউনিয়নের পরশখিলা গ্রামের আক্ষেব আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৪০) ইসলাম সাইফুলের বাসায় রং এর কাজ করার সময় বাসার উপর দিয়ে বিদ্যুতের লাইন থাকায় লোহার মই লেগে যাওয়ায় বিদ্যুতের শর্টে ঘটনা স্থলে দুইজন রং মিশ্রি গুরুতর আহত হয়।
প্রতিবেশীর লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত খোকন মিয়ার ছেলে হিমেলকে মৃত ঘোষণা করেন।অন্যজন তৌহিদুল ইসলাম এর অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার বিষয় জানতে চাইলে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান,ঘটনাটি শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুলিশ পাটানো হয়েছে।তবে এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।