সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে বাবরের বাড়িতে ককটেল উদ্ধার, ঘঠনায় থানায় মামলা।

আপডেটঃ ১:০৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলায় বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ককটেল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান।এর আগে ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মদন উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জান বাবরের বাড়িতে সমবেত হন।সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে মদন থানার পুলিশ বাবরের বাড়িতে অভিযান করতে যায়।এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।একপর্যায়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে বিএনপি নেতাকর্মীরা।এসময় বাড়ির পাশে পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে জানান,গতকাল শুক্রবার বিকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লুৎফর জামান বাবরের বাড়িতে বিএনপি নেতাকর্মীরা জরো হয়ে নাশকতার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তিনটি ককটেল উদ্ধার করে।

এ ঘটনায়  গতরাতে ৩০ জনের নাম উল্লেখসহ  ১০০/১৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে  একটি মামলা দায়ের করা হয়েছে।আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

IPCS News : Dhaka :  শহীদুল ইসলাম : নেত্রকোনা।