মদনে বন্দোবস্তের সরকারি জমি প্রভাব শালীদের দখলে।
আপডেটঃ ১০:৪৭ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা মৌজায় নামে বেনামে বন্দোবস্তের মাধ্যমে কোটি টাকার সরকারি খাস জমি কদমশ্রী নওধার গ্রামের স্থানীয় প্রভাবশালীদের দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা।ভূমি অফিসের ক্ষতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বেহাত হচ্ছে ওইসব সরকারি জমি।আর এ ঘটনা উপজেলার কদমশ্রী নওধার গ্রামের ২ জানুয়ারি সোমবার সকালে মালেক মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৩৬) রবিউল্লাহ ছেলে কাওছার (২০) হিমেল (১২) ও তার স্ত্রী চম্পা আক্তার (৪৫)।একই গ্রামের সিরাজুলের ছেলে আলী আহমেদ ও আজাহারুলের ছেলে আসাদুল অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়।এতে তারা গুরুতর আহত হলে পরিবারের স্বজনরা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন।
এখানে উল্লেখ্য যে বিগত ২০১০ সালে সরকারি নিয়ম অনুযায়ী ৭৫ শতাংশ করে সরকারি খাস ভূমি একই গ্রামের ৩ জনের নামে সরকার বন্দোবস্ত দেয়।ও সরকারি সার্ভিয়ারকৃত পরিমাপ করে ভূমি বুঝিয়ে দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকার প্রভাবশালী মৃত আব্দুল খালেক এর ছেলে আলী আহমেদ মৃত ফজর আলীর ছেলে সিরাজুল ও আব্দুল কদ্দুস এর ছেলে আলম বেআইনি ও জোরপূর্বক ভাবে ভূমি দখল করে আসছে।
গোবিন্দশ্রী ইইপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন জানান,একই ভূমি একাধিক লোকের নামে বন্দোবস্ত দেওয়ায় এ ধরনের সমস্যা হচ্ছে।ঘটনা বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী ভূমি শাহনুর আলম এ প্রতিনিধিকে জানান, মারামারি হয়েছে শুনেছি, অভিযোগ পেলে সরজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।