মদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
আপডেটঃ ১২:৪১ অপরাহ্ণ | মে ১৬, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব 17) রবিবার জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।উদ্বোধনী ম্যাচে চানগাও ইউনিয়ন বনাম মদন ইউনিয়নের মাঝে খেলার ফিকচার অনুযায়ী প্রথমার্ধে খেলাটি অনুষ্ঠিত হয়।এতে চানগাঁও ও মদন ইউনিয়ন ৯০ মিনিট খেলার শেষে ট্রাইবেকার এর মাধ্যমে ১-০ গোলে মদন ইউনিয়ন বিজয় হয়।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ বুলবুল আহমদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস মদন থানা ওসি(তদন্ত) মাজেদুল ইসলাম চানগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার মদন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব 17) এর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ বলেন, রবিবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিকাল ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।এই খেলাটি আগামী ২০ তারিখে ফাইনাল শেষ খেলা অনুষ্ঠিত হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।