মদনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত।
আপডেটঃ ৩:০৩ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল সবার প্রিয় ফুটবল, এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে ২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে -২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে ৩১ শে জুলাই রবিবার বিকালে মদন পৌর সদরে জোবাইদা রহমান মহিলা কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশ গ্রহণ করেন মাঘান ইউনিয়নের রামদাস খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ( বঙ্গমাতা গোল্ড কাপ) এতে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ০-১ গোলে রামদাস খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অন্যদিকে ফতেপুর ইউনিয়নে হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কাইটাইল ইউনিয়নে কাটিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় কাটিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ০-১ গোলে হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন।খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, জোবাইদা রহমান মহিলা কলেজ এ অধ্যক্ষ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার সফি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান ও নাজমুল হুদা।
এছাড়া রামদাস খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক চৌধুরী, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন, হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন সহ উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক / শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।