মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ নারীসহ আহত-২
আপডেটঃ ৭:২০ অপরাহ্ণ | জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে (৩ জুলাই) সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান(১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম(১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।এরই প্রেক্ষিতে ৩ জুলাই সোমবার সকালে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশিও অশ্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে।এতে দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও রুবি আক্তার (১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়।
আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আলীম উদ্দিন এর মামা দিলীপ খান (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন।আহত রুবি আক্তার (১৮) ও সাইদুল খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
ঘটনা বিষয়ে জানতে চাইলে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে জানান,সংবাদ শুনে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে,লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।