সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে প্রধান শিক্ষকের সাথে তর্ককরে স্কুল শিক্ষিকা নিখোঁজ স্ত্রীর খোঁজে স্বামীর ডায়েরী

আপডেটঃ ১১:০৭ পূর্বাহ্ণ | মার্চ ১৪, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনার মদনে ওয়াফিয়া আক্তার নামে এক স্কুল শিক্ষিকা ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন।এদিকে তার স্বামী স্ত্রীর খোঁজে মদন থানায় শনিবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান জানুকে দায়ী করে একটি সাধারণ ডায়েরী করেছেন।উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।শিক্ষিকার স্বামী এ এফ এম এমদাদ উল্লাহ সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান জানু গত ৮ ডিসেম্বর ২১ ইং তারিখে আমার স্ত্রীর সাথে তর্কবির্তকে লিপ্ত হলে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমূল হুদা বিষয়টি নিস্পত্তি করেন।৮ মার্চ ২০২২ ইং তারিখে পূনরায় সিনিয়রিটি ও অনিয়মের প্রতিকার চাইলে প্রধান শিক্ষকের সাথে তর্কবির্তক হয়।বিষয়টি ওই দিনেই সহকারি শিক্ষা কর্মকর্তা নাজমূল হুদাকে অবগত করে তাকে বরখাস্ত করতে বলেন।এরপর মোবাইল ফোন বন্ধ রেখে বাবার বাড়ি হাসনপুর থেকে তিনি নিখোঁজ হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান জানু জানান, ৮ মার্চ ক্লাসের সময় নিয়ে শিক্ষিকার সাথে আমার কথা কাটাকাটি হয়।তিনি রাগে বিদ্যালয় থেকে চলে যান।কয়েক দিন যাবত বিদ্যালয়ে না আসায় তাকে অনুপস্থিত দেখানো হচ্ছে।সাধারণ ডায়েরীতে উল্লেখিত বিষয়ে জানতে চাইলে শিক্ষিকার স্বামী মিথ্যা ডায়েরী করেছেন বলে জানান।

সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমূল হুদা জানান, প্রধান শিক্ষক কামরুল হাসান জানুর সাথে সহকারি শিক্ষিকা ওয়াফিয়ার ক্লাসের সময় নিয়ে কথা কাটাকাটি হওয়ার বিষয়টি শুনেছি।আসলে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষিকার মধ্যে বনিবনা হচ্ছে না।প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন উক্ত শিক্ষিকা তিন দিন ধরে বিদ্যালয়ে আসছে না।

তবে তিনি নিখোঁজ কি না আমি বলতে পারছি না।ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, শিক্ষিকা নিখোঁজের ব্যাপারে শনিবার রাতে তার স্বামী প্রধান শিক্ষককে দায়ী করে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।শিক্ষিকাকে উদ্ধারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম, নেত্রকোনা।