সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানব-বন্ধন

আপডেটঃ ৫:১৭ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলার বাগজান কুঠুরীকোনা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে বাগজান মডেল হাই স্কুলের মাঠে নবগঠিত ম্যানেজিং কমিটির একাংশের সদস্য, স্থানীয় লোকজন ও স্কুল শিক্ষার্থীরা মানববন্ধন করেন।মানববন্ধন শেষে ইউএনও এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্য মনসুর, আগুর ইসলাম ইমন, মিলন মিয়া, ছাত্র অভিভাবক আব্দুল হেলিম, ছনু মিয়া, আব্দুল কাদির, শাহ জাহান মিয়া ও ফিরোজ মিয়া প্রমুখ।ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনসুর মিয়া বলেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান নিয়মবহির্ভূতভাবে স্বেচ্ছাচারিতা করে অভিভাবক সদস্যদেরকে পাশ কাটিয়ে অনির্বাচিত রহিস মিয়াকে ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে।

স্কুলের মাঠ নদী খননের বালু দিয়ে ভরাট করে স্কুলের ফান্ড থেকে তিন লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুঠুরিকোনা গ্রামের বিশু মিয়া, বকুল মিয়া, কলমধর, খাইরুল ইসলাম, বাগজান গ্রামের আব্দুল লতিফ, সায়েম মিয়া, রতন মিয়া, সিরাজুল ইসলাম, সামসু মিয়া, লিটন মিয়া, পরশখিলা গ্রামের শান্ত মিয়া, আব্দুর রহমান, আনছু মিয়া, মানিক মিয়া ও পাহাড়পুর গ্রামের সাদেক মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মিলন মিয়া বাদী হয়ে বিজ্ঞ সহকারী জজ আদালতে ১৬/০১/২০২২ইং তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ৬/২০২২ নং মামলা দায়ের করে।মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান মোবাইল ফোনে জানান, আমি মিটিংয়ে আছি। এ ব্যাপারে পরে কথা বলবো।

IPCS News : Dhaka : সহিদুল ইসলাম : নেত্রকোণা।