মদনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের ত্রাণ বিতরণ।
আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | জুন ২৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে বন্যায় কবলিত অসহায় মানুষের মাঝে (২৭) জুন সোমবার দিনভর ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।তিনি মদন উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত ৯ শত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নেত্রকোনার পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান,জেলা পরিষদ চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি মদন উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইফতে খারুল আলম চৌধুরী আজাদ,মদন পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ মদন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরু ও সাধারণ সম্পাদক প্রার্থনাথ বৈশ স্বজল উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক জাকির হোসেন সহ গণমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।