সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে পৈত্রিক সম্পত্তির ওয়ারিশ নিয়ে মামা ভাগ্নে সংঘর্ষ।আহত-১১

আপডেটঃ ৭:০১ অপরাহ্ণ | জানুয়ারি ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামের পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ নিয়ে মামা ভাগ্নে সংঘর্ষে ঘটনায় ১১ জন আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় আলমশ্রী গ্রামের মৃত আসাদ মেম্বার তালুকদারের ৮ ছেলে, ৯ মেয়ে তাদের পৈত্রিক সম্পত্তি ওয়ারিশান ভাগ বন্টন নিয়ে ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এনিয়ে এলাকায় একাধিক বার দরবার, শালিশ হলেও কোন সুরাহা না হওয়ায় ৮ জানুয়ারী রবিবার সকালে মামার বাড়ীতে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে মামা ভাগ্নে সংঘর্ষ বেঁধে যায়।এতে ভাগ্নে সাব্বিরের (২৩) এর অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাকী আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।তারা হলেন, সাব্বির এর মামা এতরাজ (৬০) ইজাজুল (৩৫) মোজাম্মেল (৪০) ,রবিন ২২, তমজিদ (৩৬), বাইদুর রহমান (৩০), জহিরুল ইসলাম (২৬), রিজন (১৮), মহসিন (৩৫) নূরুল ইসলাম (৬৫) তমজিদ (৫০)।

মদন থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান জানান, আমার কাছে এখনো কোনো আভিযোগ আসে নাই।আভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।