মদনে পূজা উদযাপন প্রস্তুতি কমিটির সাথে সাজ্জাদুল হাসান এমপির মতবিনিময় সভা।
আপডেটঃ ১১:২২ পূর্বাহ্ণ | অক্টোবর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবেও আনন্দমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে, পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভায় মত বিনিময় করেছেন নেত্রকোনাঃ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে পূজা উদযাপন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান।উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস সাধারন সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামিম,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।
আরো উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান মদন পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন পালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবৃন্দ, উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীগন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল হাসান এমপি বলেন ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় মদনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠু ভাবে পালন করতে হবে সকলকে।আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণ ভাবে ও আনন্দ-মূখর পরিবেশে পূজা উদযাপন করার লক্ষ্যে পুলিশকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় সকলকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করেন তিনি।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।