সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন

আপডেটঃ ৪:৫৪ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০২১

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা প্রতিনিধিঃ- যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার মদনে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে প্রত্যূষে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের পাদদেশে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাব দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশ গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বাদ যোহর সুবিধাজনক স্থানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ বাক্য পাঠ, প্রীতি ফুটবল প্রতিযাগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রর্দশনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক করে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন- উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, ইউএনও বুলবুল আহমেদ, অধ্যক্ষ শফিকুর রহমান, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ , প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সস্পাদক পরিতোষ দাসসহ নিজ নিজ সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম (নেত্রকোনা) প্রতিনিধি।