মদনে দৃষ্টি-নন্দন মডেল মসজিদ উদ্বোধন।
আপডেটঃ ১১:১৬ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- দেশের ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেন শেখ হাসিনা।তারই ধারাবাহিকতায় নেত্রকোনা মদনের মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।স্থানীয় পৌর বাসিন্দা মোহাম্মদ সাদেক মিয়া জানান আমরা,অনেক দিন দরে দেখছি এখানে মডেল মসজিদের কাজ চলছে।উপজেলা সর্ব প্রথম সব সুযোগ-সুবিধা সমৃদ্ধ দৃষ্টি-নন্দন মসজিদ এটি।অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিন জানান, মদন উপজেলার নব-নির্মিত মডেল মসজিদের কাজ শেষ হয়েছে। উদ্বোধনের মাধ্যমে দৃষ্টি-নন্দন মডেল মসজিদটি যোহরের নামাজ থেকে মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মামুন খন্দকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামিম।
আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম হান্নান, উপজেলা ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এ কে এম রিফাত সাঈদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।