মদনে ডিবি পুলিশের হাতে ২ (দুই) ইয়াবা কারবারি আটক।
আপডেটঃ ৯:৩১ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণ:- নেত্রকোণার মদন উপজেলা তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার ডিবি পুলিশ ১০৫ পিচ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করে।আটককৃতরা হলো নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ গাজী আলম (২৬) ও মৃত সাদব আলীর ছেলে মোঃ ফারুক (২৮)।
নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি (পশ্চিম) আবুল কালাম পিপিএম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সঞ্জয় সরকার, এএসআই (নিঃ) হরিপদ পাল সঙ্গীয় অফিসার এর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করেন।ডিবি ওসি আবুল কালাম আজাদ জানান, আসামীদের আটক করে মাদক আইনে মামলা করা হয়েছে।আজ শনিবার আসামিদের নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।