সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত।

আপডেটঃ ৩:১৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিঁয়ার সভাপতিত্বে উপজেলা পাবলিক হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কুদ্দুস উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা খান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, চানগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল আলম তালুকদার মদন ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম আকন্দ তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি,মাঘান ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মাসুদ,কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লাহ রয়েল,গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম খান মামুন নায়েকপুর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হাদিস উদ্দিন সহ মদন পৌরসভার সকল কাউন্সিলর উপজেলার বিভিন্ন স্থরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।