সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী বহিষ্কার।

আপডেটঃ ২:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০২১

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা মদন উপজেলায় আসন্ন ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী আবুল হোসেন ভুইয়া ব্যক্তির স্বার্থে দলীয় শৃংখলা ভঙ্গ করে মনোনয়ন প্রত্যাহার করায় সংবিধান বিরোধী এবং দলীয় ভাব মুর্তি ক্ষুন্ন করেছে।তাই গঠন তন্র অনুযায়ী সংগঠনের সকল পদ থেকে সাময়িক ভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।এ বিষয়ে মদন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শফিক জানান, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং নায়েকপুর ইউনিয়নে মোঃ আবুল হোসেন ভূ্ইঞাঁ কে লাঙ্গলের মনোনয়ন দেন।তিনি দলীয় সিন্ধান্ত না মেনে প্রতিদন্দীর কাছ থেকে উৎকোচের বিনিময়ে জাতীয় পার্টির ভাব মুর্তি ক্ষুন্ন করে মনোনয়ন প্রত্যাহার করছেন।তাকে বহিষ্কার করার জন্য জাতীয় পার্টির নেত্রকোনা জেলা সভাপতি ও সম্পাদকের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বহিষ্কার বিষয় জানতে চাইলে জেলার সভাপতি লিয়াকত আলী খান এডভোকেট জানান, মোঃ আবুল হোসেন ভূইয়া দলীয় শৃংখলা ভঙ্গ করায় সকল পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

 IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা জেলা প্রতিনিধি।