সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।

আপডেটঃ ১২:৩৫ অপরাহ্ণ | জুলাই ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

 নেত্রকোনা:- নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো  স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে মদন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।২৫ শে জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে শেষ হয়।এর পর উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া ও সঞ্চালনা ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম ফতেপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সামিউল হায়দার শফি কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ শাফায়েত উল্লাহ রয়েল উপজেলা আনসার ভিডিপির কমান্ডার রিমি ফেরদৌসী সহ উপজেলার মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মী গন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন,২৫ জুলাই হতে ৩০ শে জুলাই পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে।স্থানীয় পর্যায়ের  সফল মৎস্য চাষী, ব্যক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।