সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুদি ব্যবসায়ী নিহত।

আপডেটঃ ৮:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার মদন উপজেলার পৌর সদরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শ্রী বাবুল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।গত ২৫ ডিসেম্বর রবিবার রাত সময় ৯ ঘটিকার সময়ে এ ঘটনাটি ঘটেছে।নিহত শ্রী বাবুল চন্দ্র দাস পৌরসভার ৪ নং ওয়ার্ডের  হেমচন্দ্র দাসের ছেলে।পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাতেপ্রতিদিনের ন্যয় মদন পৌরসভার আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মোড়ের পাশে রাতে মুদি দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে বুড়া পীরের মাজার সংলগ্ন কালী মন্দিরের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালী মন্দিরে থাকা পিন্টু দাস জানান,প্রথমে তাকে পড়ে থাকতে দেখে,স্ট্রোক করেছে মনে করে শরীরে পানি দেয়।

পরে দেখতে পায় তার শরীরের পিছন দিকে পিঠে ছুরির আঘাত রয়েছে।এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।ঘটনাটি তদন্তের মাধ্যমে উদঘাটনের জন্য চেষ্টা চলচে চলছে।তবে এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।