মদনে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত।
আপডেটঃ ১১:৫২ পূর্বাহ্ণ | জানুয়ারি ১২, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের পশ্চিম পাড়ার মৃত হাফিজুর রহমান সাহেবের সু-যোগ্য সন্তান ও সাবেক গোবিন্দশ্রী ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতি মুরহুম মতিউর রহমান সাহেবের ভাতিজা নিমন মিয়া ১১ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান আকন্দ জানান আলোচনার মাধ্যমে সর্বসম্মতি ক্রমে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির জনাব নিমন মিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।