মদনে কুঠুরীকোণা মডেল প্রকল্পের খামারিদের মাঝে আইডি কার্ড বিতরণ।
আপডেটঃ ৭:১৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন কুঠুরীকোণা গ্রামে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো খামারিদের জীবন মান উন্নয়ন ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মদন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কুঠুরীকোণা মডেল খামারিদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মদন শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, শ্রেষ্ঠ উদ্যোক্ত ইয়াছিন মিয়া।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন, কুঠুরীকোনা মডেল এর দল ভিত্তিক সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আইনুল হক,কামরুল ইসলাম, মেহেদী হাসান, সালাম,জাকির হোসেন,আংগুর ইসলাম ইমন,মাইনুল হাসান,শাহানা আক্তার, ইয়াছিন আক্তার,সহ মডেল প্রকল্পের সকল সদস্য ও গণ মাধ্যম কর্মীগণ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন, কৃষকদের কৃষি কার্ড বা অন্যান্য পেশার মানুষ তাদের পেশা অনুযায়ী কার্ড রয়েছে।কিন্তু কুঠুরীকোণা খামারিদের কার্ড নেই।তাই তাদের কাজের স্বীকৃতি স্বরুপ কার্ড দেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।