সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি।

আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | মে ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার সকল ইউনিয়ন সহ পৌরসভাই কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।ঝড়ের কবলে পরে আহত হয়েছেন ৯ জন।আহতরা হলেন,জাহাঙ্গীর পুরের মাজু মিয়ার স্রী আনোয়ারা (৫৫) শিবাশ্রমের মৃত গনু মিয়ার ছেলে হান্নান (৫৫), জাহাঙ্গীরপুরের মৃত আব্দুর রহমানের ছেলে মোতালিব (৫৫) কাপাসাটিয়ার খোরশেদ মিয়ার ছেলে টিটু (৪৫) পরশখিলা গ্রামের আবুল মিয়ার স্রী জেসমিন (২৮) মদনের সন্তোস চন্দ্রদাসের ছেলে গোপাল চন্দ্র দাস, কাইটাইল দশআশির সিদ্দিক মিয়ার স্রী মাজদা  আক্তার (৪০)গঙ্গানগর গ্রামের পুতুল মিয়ার স্রী রওশনারা ( ৪৫) ও আলিয়ারপুরে অপু মিয়ার স্রী ললিতা ( ২০)।আহতরা জানান, রবিবার  বিকালে হঠাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রচন্ড কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে।এতে লন্ডভন্ড হয়ে গেছে কমা ঘরবাড়ি,উড়ে গেছে ঘরের ঠিন,ভেঙে গেছে অসংখ্য গাছপালা।

কালবৈশাখী ঝড়ের কারনে আম কাঁঠাল লিচু মাটিতে ঝরে পরছে।এ সময় ঘর ভেঙে পড়া গাছপালার নিচে পড়ে আহত হয়েছেন ৯ জন।বর্তমানে ঝড়ের  কারণে উপজেলাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ জানান,কালবৈশাখী ঝড়ের কারনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মসজিদ সহ ঘরের টিনের চাল ফলাদি গাছপালা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

৯ নং ওয়ার্ডে মসজিদের টিনের চাল উড়ে যাওয়ার সংবাদ শুনে ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে পরিদর্শন করছি।উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া জানান,কালবৈশাখী ঝড়ো হাওয়া শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের দেখবাল করার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ইতিমধ্যেই মাঠে পুলিশ ফায়ার সার্ভিস   কাজ কারছে।এছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যান কে ক্ষয়ক্ষতির তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।