মদনে কাজের ছেলেকে তুলে নিয়ে নির্যাতন।
আপডেটঃ ১১:৫৩ পূর্বাহ্ণ | আগস্ট ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে কাইটাইল গ্রামে (২৩ আগষ্ট) বুধবার সকালে কাজের ছেলেকে তুলে নিয়ে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গিয়েছে।অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে দেওসহিলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ তহুর মিয়া (১৫) কাইটাইল গ্রামের মৃত আঃ বারেক এর ছেলে নজরুল ইসলাম এর বাড়িতে কাজের জন্য ১ বছরে ৭৫ হাজার টাকায় চুক্তি করে আবদ্ধ হয়।গত ২১ শে আগষ্ট সন্ধ্যায় ৭ঘটিকার সময় অজ্ঞাত ৩জন সঙ্ঘবদ্ধ হয়ে উত্তর কাইটাইল শান্তিবাগ জামে মসজিদের সামনে থেকে ধারালো চাকু দেখিয়ে বলে নজরুলের বাড়িতে কাজ করতে পারবে না,যদি কাজ করস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো।এরই পরিপ্রেক্ষিতে ২৩ শে আগষ্ট বুধবার সকালে কাজের ছেলে তহুর মিয়া পাশে থাকা নানার বাড়ি থেকে নজরুল ইসলামের বাড়িতে যাওয়ার পথে তহুরের গতিরোধ করে অজ্ঞাত ৩ যুবক।
তহুরকে ধরে রাস্তার পাশে থাকা মৃত আব্দুর রশিদ খন্দকারে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে মুখ বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে বেধরক শারিরীক নির্যাতন করে ও মেরে ফেলার হুমকি দেয়।পরবর্তীতে নির্যাতনকারী তহুর মিয়া টিন দিয়ে দড়ি কেটে ঘর থেকে বের হলে তার মামা কামরুল ইসলাম (৩০) তহুরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে ভর্তি করান।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে ছেলের বাবা ফরিদ মিয়া অজ্ঞাত ৩ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।দ্রুত তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।