মদনে কলেজ ছাত্রী অপহরণের ৯ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার।
আপডেটঃ ১২:১৬ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে এক কলেজ পড়ুয়া ছাত্রী (১৬) অপহরণের ৯ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করে মদন থানার পুলিশ।অপহরণ শিক্ষার্থী মদন স্থানীয় সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।থানা সূত্রে জানা যায়, বাড়ি থেকে কলেজে যাওয়া আসার পথে উপজেলা সদর ইউনিয়নের চাঁনগাও (রত্নপুর) স-মেইল শ্রমিক সুমন (২০) এই ছাত্রীকে কু প্রস্তাব দিত, এ প্রস্তাবে সাড়া না পেয়ে গত ২৩ শে জুলাই মদন কেন্দুয়া সড়কে কাইটাইল বাজার নামক এলাকা থেকে এই ছাত্রীকে অপহরণ করে সুমন।এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে সুমন মিয়া সহ ৫জনকে আসামি করে ২৮ শে জুলাই মদন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলার প্রেক্ষিতে মদন থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিে রোববার রাতে চট্টগ্রাম ডবলমুরিং থানার ব্যাপারী পাড়া এলাকা থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।
২২ ধারায় জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার ১লা (আগষ্ট) নেত্রকোনা আদালতে পাটানো হয়েছে।মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান, অপহরণ মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।