সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে কবি সাহিত্যিকদের আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেটঃ ২:৪২ অপরাহ্ণ | অক্টোবর ০১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদনে কবি ও সাহিত্যিকদের নিয়ে আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷হয়েছে।গত কাল শুক্রবার বিকালে মদন বাজার ডাঃ মোঃ দেলোয়ার হোসেন চৌধুরীর বাসায় অনুষ্ঠিত হয়।কবি সাহিত্যের আড্ডা ও আলোচনা সবায় সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক এর আহবায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী।সভা সঞ্চালনায় ছিলেন তালুকদার সারোয়ার জাহান আরফিন।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা মোঃ আজাহারুল ইসলাম হিরু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম আম্বিদ (বকুল)।এ সময় স্বরশিত কবিতা  আবৃত্তি করেন লিমন তালুকদার,এম এ ১ম বর্ষের ছাত্র।ডাক্তার সাইদুল হক (পিয়ারা) কবি মাহাবুব,কবি মুখলেছ উদ্দিন, কবি হাবিবুর রহমান শাশীম,কবি আঃ হান্নান শাহ,বাবু সংকর আচার্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম শফিক সহ উপজেলার বিভিন্ন গুনিজন উপস্থিত ছিলেন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।