মদনে কঠোর অবস্থানে প্রশাসন, অনিয়ম হলেই আইনগত ব্যবস্থা।
আপডেটঃ ১:৪৩ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধিঃ আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নেত্রকোনা মদন উপজেলায় ৮টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।নির্বাচনে শেষ সময়ে এসে বদলে যাচ্ছে উপজেলার নির্বাচনী মাঠের পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে কারনে এমনটি হয়েছে বলে মনে করা হচ্ছে।মাঠ দখল রাখতে প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত ও হানা হানি রুখতে ইউনিয়ন গুলো টহল দিচ্ছে পুলিশ। উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়,৫ জানুয়ারি সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ৮টি ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে কর্মকর্তা সহ ২ কনস্টেবল ১৫ আনসার সদস্য ও প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।এছাড়া অ্যাডিশনাল এসপিসহ পুলিশের একাধিক টিম টহলে থাকবে।অতিরিক্ত ২প্লাটন বিজিবি ও ২ প্লাটন র্যাব সদস্য সার্বক্ষণিক ভাবে নির্বাচনী সংঘাত ঠেকাতে মাঠে থাকবে।সূত্রে আরও জানা যায়, মদন উপজেলা ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী।
এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৯০জন ও সাধারণ সদস্য পদে ২৪৬ জন প্রার্থী লড়ছেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী।তারা হলেন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়াত উল্লাহ (নৌকা) জাতীয় পার্টির মোহাম্মদ খায়রুল ইসলাম (লাঙ্গল) ও স্বতন্ত্র মোঃ আবু তাহের আজাদ (আনারস)।
এছাড়া সংরক্ষিত সদস্য ৮ ও সাধারণ সদস্য ৩১ প্রার্থী।চানগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪জন।তারা হলেন আওয়ামী লীগের মোঃ মজিবুর রহমান (নৌকা) স্বতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার, স্বতন্ত্র এ কে এম শোয়েব উদ্দিন মিন্টু (ঘোড়া) স্বতন্ত্র জয়নাল আবেদীন ( মটর সাইকেল)।এছাড়া সংরক্ষিত সদস্য ৮ ও সাধারণ সদস্য পদে ২৮ প্রার্থী।
মদন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩ জন।তারা হলেন আওয়ামী লীগের মোঃ খাইরুল ইসলাম ( নৌকা) স্বতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রহিচ উদ্দিন (মটর সাইকেল) স্বতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান এম এ আহাদ (আনারস) ও স্বতন্ত্র মোঃ সাইদুর রহমান (ঘোড়া)।এছাড়া সংরক্ষিত সদস্য ১১ ও সাধারণ সদস্য ২৮ প্রার্থী।গোবিন্দশ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন।
তারা হলেন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান এ,কে,এম নুরুল ইসলাম (নৌকা) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মোঃ মাইনুল ইসলাম খান (ঘোড়া) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মোঃ আবদুল মালেক (আনারস) ও স্বতন্ত্র মোবারক হোসেন (চশমা)।এছাড়া সংরক্ষিত সদস্য ৮ ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী।মাঘান ইউনিয়নেচেয়ারম্যান প্রার্থী ৪ জন।
তারা হলেন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান জি এম শামছুল আলম চৌধুরী (নৌকা) আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুল রহমান হবু (মটর সাইকেল) আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মোঃ জহিরুল ইসলাম মাসুম (আনারস) ও স্বতন্ত্র মোঃ মোসতাক আহমেদ চৌধুরী (ঘোড়া) ।এছাড়া সংরক্ষিত সদস্য ১০ ও সাধারণ সদস্য ২৯ প্রার্থী।
তিয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮ জন।তারা হলেন আওয়ামী লীগের মজিবুর রহমান (নৌকা) আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ (চশমা) স্বতন্ত্র আসাদুজ্জামান আজাদ (ঘোড়া) স্বতন্ত্র তোফায়েল খান (অটোরিকশা) স্বতন্ত্র মেহেদী হাসান খান জোসেফ (মটর সাইকেল) স্বতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ (টেলিফোন)।
স্বতন্ত্র মোঃ সাজেদুর রহমান (আনারস) আশরাফুল ইসলাম আকন্দ (টেবিল ফ্যান)।এছাড়া সংরক্ষিত সদস্য ১৩ ও সাধারণ সদস্য ৩৮ প্রার্থী।নায়েকপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫জন।তারা হলেন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোছলেহ উদ্দিন ভূঞা (নৌকা) স্বতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান (মটর সাইকেল)।
স্বতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান তালুকদার (ঘোড়া) স্বতন্ত্র মোঃ ফকরুল ইসলাম খান (আনারস) ও স্বতন্ত্র মোঃ হাবিবুর রহমান (চশমা)।এছাড়া সংরক্ষিত সদস্য ১১ ও সাধারণ সদস্য ৩১ প্রার্থী।ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭ জন।তারা হলেন আওয়ামী লীগের মোঃ জহিরুল ইসলাম চৌধুরী (নৌকা)।
স্বতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (মটর সাইকেল) স্বতন্ত্র আলি হায়দার (আনারস) স্বতন্ত্র সামিউল হায়দার সফি (চশমা) স্বতন্ত্র মোঃ মতিউর রহমান (টেবিল ফ্যান) স্বতন্ত্র খোকন (অটোরিকশা) স্বতন্ত্র এজাজুর রহমান (ঘোড়া)।এছাড়া সংরক্ষিত সদস্য ১৬ ও সাধারণ সদস্য ২৯ প্রার্থী।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম জানান, আইন শৃঙ্খলার চাদরে নির্বাচনী মাঠ থাকবে ঢাকা।৩ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচার শেষ হবে।উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল বলেন,সুষ্ঠু নির্বাচনে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।নির্বাচনে কোন প্রকার অনিয়ম হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাচনী আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ জানান,অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষে যা যা করনীয় সেটি আমরা করব।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।