মদনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত।
আপডেটঃ ৫:৫৭ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলা যতাযত মর্যাদায় জাতীয় ঐতিহাসিক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, মদন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মদন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ শাহানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খান এখলাছ উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আয়শা আক্তার ও মদন উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক জাকির হোসেনসহ,বিভিন্ন ইস্কুল কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন প্রচার করেন।আরও অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ছাত্র ছাত্রীদের চিত্রাংকন রচনা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা বিষয়ে পুরস্কার বিতরণ করা হয়।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা