মদনে এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
আপডেটঃ ৪:০০ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে ১৪ জুলাই শুক্রবার বেলা ২.৩০ মিনিটে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় আল মদিনা মার্কেট এ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো নূর নবীর।সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শফিক।এতে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান স্বপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজুর রহমান হাবুল, যুগ্ম সাহিত্য সংস্কৃতি ও ঞীড়া বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক মো আল আমিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সুসংগঠিত করে দলকে শক্তি শালী করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর হাতকে শক্তিশালী করার জন্য মত দেন।
আলোচনা শেষে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মাওলানা জুবায়ের আহমেদ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।