মদনে এডভোকেট রুহুল আমিনের বাড়িতে সন্ত্রাসীর হামলায়-আহত ৩
আপডেটঃ ৮:১১ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে পাঁচ আলমশ্রী গ্রামে গত শুক্রবার (১২এপ্রিল) দুপুরে এডভোকেট রুহুল আমিন এর বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালালে ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছেন অ্যাডভোকেট রুহুল আমিন ও তার বড় ভাই সোহেল (৪০) আবু তাহেরের ছেলে টিটু মিয়া।প্রতিবেশীর লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার ৩-৪দিন পূর্বে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এডভোকেট রহুল আমিন এর বড় ভাই নায়েকপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মাইনুল ইসলাম জুয়েলের সাথে একই এলাকার মিন্টু (৩০) ও বিবেক (৪৮) মিয়ার সাথে কথার কাটাকাটি হয়েছিল।
এরই জের ধরে গত শুক্রবার দুপুরে পাছআলমশ্রী গ্রামের খান বাহাদুরের ছেলে এডভোকেট রুহুল আমিন (৩৬) ও তার বড় ভাই সোহেল (৪০) আবু তাহের এর ছেলে টিটু মিয়া (২২)কে একই গ্রামের চান বাহাদুরের ছেলে সেবক মিয়া (৫৫) মিন্টু (৩০) ও মল্লিক বাহাদুরের ছেলে ফারুক (৩৫) এবং হাসেম মিয়ার ছেলে আরিফ (৩৬) দেলোয়ার হোসেন বিবেক এবং তার ছেলে জিমেল (২০) সন্ত্রাসী কায়দায় এডভোকেট রুহুল আমিনের বাড়িতে হামলা করে।
এ ঘটনায় মদন থানার এস আই আব্দুল হাই এ প্রতিনিধিকে জানান, অ্যাডভোকেট রুহুল আমিনের বড় ভাই মাইনুল ইসলাম জুয়েল মদন থানায় একটি অভিযোগ করেছেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।