মদনে এক গৃহবধু শিশু সন্তানসহ ৫ দিন ধরে নিখোঁজ পাল্টাপালটি থানায় জিডি।
আপডেটঃ ৬:৪২ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে পল্লীতে এক গৃহবধু ৬ মাসের কন্যা শিশুকে নিয়ে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।গত মঙ্গলবার (8 আগষ্ট) বিকালে উপজেলার দক্ষিন বালালী গ্রামে এ ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার স্বামী ও নিখোঁজ গৃহবধুর পরিবার পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করেছে মদন থানায়।গৃহবধু মনিষা আক্তার বর্ষার স্বামী পল্লব চৌধুরী জানান,গত মঙ্গলবার বিকালে নাকফুল বানানো কথা বলে আমার স্ত্রী শিশু কন্যাকে নিয়ে গ্রামের পাশে বালালী বাজারে যায়।সন্ধ্যা পযর্ন্ত সে বাড়িতে ফিরে না আসায় আমি উদিগ্ন হয়ে বাজারে খোঁজ করে না পেয়ে স্ত্রীর বাবা বাড়িতে খোঁজ করলে, তারা জানায় সে তাদের বাড়িতেও যায়নি।গৃহবধুর স্বামী আরও জানায় যে, দুই দিন অনেক খোঁজখোঁজি করার পর স্ত্রী সন্তানকে না পেয়ে থানায় ডায়েরি করছি।অপর দিকে মনিষা আক্তার বর্ষার পরিবার তার সন্ধান চেয়ে তারাও থানা সাধারণ ডায়েরি করেছে।
তবে এলাকাবাসী সূত্রে জানা গেছে,পল্লব চৌধুরী পাশবর্তী গ্রাম হাসনপুরের আঃ হামিদ মিয়ার মেয়ে মনিষা আক্তার বর্ষা সাথে প্রেমের সম্পর্ক ছিল।প্রেমের সম্পর্কে বিবাহ হওয়ায় দুই পরিবারের মাঝে বনিবনা ছিলনা।এ কারণেও হয়তো গৃহবধু সন্তানসহ আত্মগোপন করে থাকতে পারে।এমন ধারণাসহ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে এলাকার অনেকেই।
মদন থানার ওসি মোঃ তাওহীদুর রহমান বলেন,ঘটনাটি নিয়ে উভয় পক্ষই সাধারণ ডায়েরি করেছে।এক পক্ষ আরেক পক্ষকে দুষছেন।আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।আশা করছি আসল রহস্য অচিরেই উদঘাটিত হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।