মদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স।
আপডেটঃ ৬:১৮ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে সাংবাদিকদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন এবং মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।এ সময় তিনি বলেন আগামী ২১ শে জুলাই বৃহস্পতিবার নেত্রকোনা জেলার একমাত্র মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন মদন প্রেসক্লাবের সভাপতি মাহাবুবে আলম (আল আমিন) ও সাধারণ সম্পাদক পরিতোষ দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাবেক সভাপতি আল আমিন দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম দৈনিক দিনকালে উপজেলা প্রতিনিধি সাকের খান দৈনিক জবাব দিহি উপজেলা প্রতিনিধি সুদর্শন আচার্য দৈনিক দেশ কন্ঠশ্বর উপজেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন বাবুল দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি ফয়েজ আহমেদ হ্রদয় দৈনিক তৃতীয় মাত্রা উপজেলা প্রতিনিধি আব্দুল আওয়াল পলাশ ও সাংবাদিক নিজাম উদ্দিন প্রমোক।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা