সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে আটক।

আপডেটঃ ৫:০৫ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা প্রতিনিধিঃ প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায় জাহাঙ্গীর আলম (২৫) নামে এক ছিনতাই কারীকে আটক করছে মদন থানা পুলিশ।গত ১৮ মার্চ শুক্রবার বিকালে ইজিবাইকটির চালকে অজ্ঞান করে ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া মানুষের সহযোগিতাই ছিনতাই কারীকে আটক করে মদন থানার পুলিশ।আটক কৃত ছিনতাই কারী ঈশ্বরগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।ইজিবাইকের চালক আবুল হোসেন (৪৫) মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পশ্চিম পাড়া গ্রামের শহর উদ্দিনের ছেলে।সে বর্তমানে  মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন।তার ভাই আবু তাহের (৬০) বাদী হয়ে মদন থানায় একটি মামলা দায়ের করেন।ইজিবাইক ছিনতাই ঘটনা জানতে চাইলে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান,জাহাঙ্গীর আলম নামে এক ছিনতাই কারীকে আটক করে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এবং এ ঘটনায় আরও কারা জড়িত আছেন তদন্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।