সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের মিথ্যা মামলা দেওয়ায় সাংবাদিক সম্মেলন

আপডেটঃ ৬:১৪ অপরাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনার মদনে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ প্রাপ্ত স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদকে আওয়ামী লীগের সমর্থক পর পর দুটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে নিজ গ্রাম ধুবাওয়ালায় বুধবার বিকালে এরই প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন তিনি।সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একই গ্রামের বাসিন্দা মোঃ হেলাল উদ্দিন তালুকদার ও আমি নৌকা প্রতীকের মনোনয়ন চাই।দুজনেই মনোনয়ন বঞ্চিত হই।এর পর আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করি।তিনি নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ছিলেন।সমর্থক থাকা অবস্থায় তিনি আমার সমর্থক ও আমাকে প্রচার প্রচারণায় হুমকিসহ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আসছেন।

এরই প্রেক্ষিতে নির্বাচনের পর পর আমার সমর্থক ও তার লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।তিনি আমার সমর্থক ও আমাকে জড়িয়ে দুটি মিথ্যা মামলা দায়ের করেন।এমনকি তিনি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদেরকে নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করেন।পুলিশ প্রশাসন আমার মামলা নেয়নি।আমি এসব মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

IPCS News : Dhaka : শহিদুল ইসলাম, নেত্রকোনা।