মদনে আ.লীগ ও জাপা প্রার্থীসহ ১৫ জনের জামানত বাজেয়াপ্ত
আপডেটঃ ২:৫০ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা মদন উপজেলায় ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউপিতে আ,লীগ জাপা প্রার্থীসহ ১৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।তার মধ্যে নৌকার প্রতীকের প্রার্থী মোঃ জহিরুল ইসলাম চৌধুরী ও কাইটাইল ইউনিয়ন জাতীয় পার্টির প্রার্থী মোঃ খায়রুল ইসলাম (লাঙ্গল) জামানত বাজেয়াপ্ত হচ্ছে।এর মধ্যে সর্বাধিক তিয়শ্রী ইউনিয়নে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি বুধবার উপজেলার ৮ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে ১৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, ১নং কাইটাইল ইউনিয়নের জাপার (লাঙ্গল) প্রতীকে প্রার্থী মোঃ খায়রুল ইসলাম ৯১ ভোট, ২ নং চানগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়লাল আবেদীন (মটর সাইকেল) ৪৮৩ ভোট,৩নং মদন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এম এ আহাদ (আনারস) ৭২৪ ভোট, ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম এ মালেক (আনারস) ১১৬৭ ভোট।
৫ নং মাঘান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ মোশতাক আহমেদ চৌধুরী (ঘোড়া) ৮০৩ ভোট,৬নং তিয়শ্রী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আকন্দ (টেবিল ফ্যান) ৯৩১ ভোট,আসাদুজ্জামান আজাদ (ঘোড়া) ৮১ ভোট,তোফায়েল খাঁন (অটোরিকশা) ৩৩৪ ভোট,মোঃ আবুল কালাম আজাদ (টেলিফোন) ৬৪ ভোট,মোঃ সাজেদুর রহমান (আনারস) ২২০ভোট।
৭নং নায়েকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান তালুকদার হীরা (ঘোড়া) ১২২২ ভোট, ৮নং ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এজাজুর রহমান (ঘোড়া) ২৫৭ ভোট,খোকন তালুকদার (অটোরিকশা) ১০৫৩ ভোট,বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান (টেবিল ফ্যান)৪০ ভোট।
মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান,পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।তাদের মধ্যে প্রাপ্ত বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম, নেত্রকোনা।