মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আপডেটঃ ১২:০৬ অপরাহ্ণ | মার্চ ০৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার মদনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত।বুধবার (৮ই-মার্চ) বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতী মোঃ আনোয়ার হোসাইন, সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের মদন শাখার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা, নারী প্রশিক্ষণার্থী ও গণ-মাধ্যম কর্মীগণ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।