মদনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত।
আপডেটঃ ১২:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার মদন উপজেলায় দুই গ্রুপের লোকজনের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশে কৃষি জমিতে দফায় দফায় এ সংঘর্ষ হয়।এতে দুই পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছে।আহত সিয়ামের (৪৫), রফিক (৩৫), গণি মিয়ার (৬৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত রমজান,আছিরুল, নয়ন, মনিরকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত নিজাম উদ্দিন, হারুন, ইরান উদ্দিন, মাছুম আলী সহ কয়েকজনকে পাশের উপজেলা তাড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।এছাড়া বাকি ২০-৩০ জন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই নায়েকপুর ইউনিয়নে দুটি গ্রুপ সৃষ্টি হয়।নোয়াগাঁও, বাউশা,পাছআলমশ্রী, , তালুককানাই (এক পক্ষ) গ্রামের সাথে দীর্ঘদিন ধরে পাশের গ্রাম আলমশ্রী,ও মাখনার (অপর পক্ষ) বিরোধ চলে আসছে।এ নিয়ে এলাকায় কয়েকদিন পরপর উত্তেজনা দেখা দেয়।ইতিপূর্বে দুই পক্ষের মাঝে কয়েকটি মারধরের ঘটনা ঘটে।
তার জেদ ধরেই মঙ্গলবার দুই পক্ষের হাজার হাজার লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় বলে জানা যায়।এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাওহীদুর রহমান জানান আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নায়েকপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে।তারএই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।