সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত।

আপডেটঃ ১:০৭ অপরাহ্ণ | অক্টোবর ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোনার মদনে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং চানগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন চানগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান বিল্লাল ও সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ ঢালী।কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপি।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা কমান্ডার মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম চৌধুরী আজাদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম হান্নান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু বিমান কুমার বৈশ্য যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বগি, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস, যুবলীগের সভাপতি কিরণ ভুইয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রীনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক জাকির হোসেন উপজেলা ছাত্রলীগ নেতা রুহুল আমিন সাগর প্রমূখ।এছাড়াও এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।