সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আটক ৩

আপডেটঃ ৮:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোন:- নেত্রকোনার মদনে আওয়ামীলীগের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন মদন থানা পুলিশ।২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ / ২৩০ জনের নামে এস আই দেবাশীষ বাদী হয়ে বুধবার রাতে এ মামলাটি দায়ের করেন।বৃহস্পতিবার সকালে ওসি মুহাম্মদ ফেরদৌস আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মদন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা চানগাও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করার জন্য চেষ্টা করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও একই স্থানে জড়ো হতে থাকলে এক পর্যায়ে দু-পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় বিএপির নেতা কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট,পাটকেল ছুড়তে শুরু করলে ওসিহ আওয়ামী লীগ ও বিএনপির ১৭ নেতাকর্মী আহত হয়।পুলিশ আহত হওয়ার প্রেক্ষিতে মদন থানার পুলিশ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের নামে এ মামলাটি দায়ের করেন।

মদন থানার অফিসার ইনচার্জ মোঃ মুহাম্মদ ফেরদৌস আলম জানান, বিএনপি কর্মসূচি পালন করার খবর পেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে।এই খবর শুনে আমরা ঘটনাস্থলে যেতেই বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর ইট,পাটকেল ছুড়ে।এতে আমি ও আমার দুই জন পুলিশ সদস্য আহত হই।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির সভাপতিসহ ২৯ জনের নাম সহ আরও ২০০/২৩০ জনকে অজ্ঞাত আসামি করে মদন থানায় একটি মামলা করা হয়েছে।এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।