সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভয়ঙ্কর ষঢ়যন্ত্রে মেতে উঠেছেন রাজশাহীর একজন বিদেশী কূটনীতিক!

আপডেটঃ ৬:৪০ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২২

নিউজ ডেস্কঃ

ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছেন রাজশাহীতে অবস্থানকারী একজন বিদেশী কূটনীতিক।রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক, সরকারি-স্বায়ত্বশাসিত কর্মকর্তা থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের নামে মিথ্যা প্রচারণা চালাতে ভূঁইফোড় সাংবাদিকদের এবার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি।বেতনহীন বিভিন্ন অনলাইন ও আন্ডারগ্রাউন্ড গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে রাজশাহী দাঁপিয়ে বেড়ানো এমন চারজন কথিত সাংবাদিকের সঙ্গে গত ২৪ মার্চ তার কার্যালয়ে দুপুরে একটি বৈঠক করেন।এর পর তাদের হাতে তুলে দেওয়া হয় বেশকিছু অর্থ ।ওই অর্থের বিনিময়ে সেসব ভু্ঁইফোড় সাংবাদিকদের নিউজ করতে বলা হয় রাজশাহীর প্রভাবশালী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের নামে।তাদের সুনাম ক্ষুন্ন করে ওই কূটনৈতিক তার ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন।এমনকি কাউকে কাউকে ব্যক্তিগত আক্রমণের ছক কষেছেন ওই কূটনীতিক।

এমনকি তিনি বিভিন্ন মাধ্যম দিয়ে কাউকে কাউকে বড় ধরনের বিপদে ফেলানোর চেষ্টাও করে যাচ্ছেন।তার এসব অপকর্ম নিয়ে এরই মধ্যে সরকারি কয়েকটি সংস্থা সরকারকে অবগত করেছে।বিষয়টি আঁচ করতে পেরে ওই কূটনীতিক এখন নিজের পিঠ বাঁচাতে নানা ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।এরই মধ্যে কয়েকজন ব্যক্তিকে টার্গেট করে ওই কূটনীতিক ভুঁইফোড় সাংবাদিকদের দিয়ে সংবাদ প্রকাশও করিয়েছেন অর্থের বিনিময়ে।

এসব ভুঁইফোড় সাংবাদিকের নামে এরই মধ্যে প্রভাবশালী এক ব্যক্তি আইসিটি আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।রাজশাহীকে অশান্ত করতে ওই কূটনীতিক এসব ভুঁইফোড় সাংবাদিকের সঙ্গে প্রায় ৬-৭ মাস আগেই হাত মেলান।এর মধ্যস্হতথা করেন রাজশাহী মহানগর যুবলীগের একজন বিতর্কিত নেতা।ওই নেতাই গত ২৪ মার্চ রাজশাহীর কথিত চার সাংবাদিককে নিয়ে যান ওই কূটনীতিকের কাছে।এরপর বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে খবর প্রকাশের জন্য তুলে দেন অর্থ ।

মূলধারার কোনো গণমাধ্যম এসব প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে না বলে ওই কথিত সাংবাদিকদের লেলিয়ে দেন তিনি।কথিত এসব সাংবাদিকদের বিরুদ্ধেও চাঁদাবাজি, ছিনতাই, মাদক, মারপিটসহ নানা অভিযোগেও মামলা রয়েছে।তাদের কেউ কেউ দীর্ঘদিন পলাতক থেকে এখন সাংবাদিকের নাম ভাঙিয়ে সংসার চালাতে শুরু করেছেন।এদের বৈধ কোনো আয় নাই।চাঁদাবাজিই মূলপেশা।

আর এসব সাংবাদিকদের দিয়েই রাজশাহীর প্রভাবশালী ব্যক্তিদের সুনাম ক্ষুন্নসহ তাঁদেরকে ব্যক্তিভাবে আক্রমণ করার মতো চক্রান্তে নেমেছেন ওই কূটনীতিক।ভয়ঙ্কর এই ষড়যন্ত্রের বিষয়টি গত তিন চার দিন আগেই রাজশাহীর মিডিয়াপাড়ায় ফাঁস হয়।এসব নিয়েও সরকারের উচ্চ মহলে অবগত করা হয়েছে।

এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, ওই কূটনীতিকের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগও করা হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে।সেসব অভিযোগ তদন্ত করলে ভিয়েনা কনভেশন ও ডিপপ্লোম্যাটিক কোড অব কন্ডাক্ট লঙ্ঘন অভিযোগে অভিযুক্ত হতে পারেন তিনি।এমন আশঙ্কা থেকেই এখন নিজেকে বাাঁচাতে নানা অপকর্ম ও ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছেন তিনি।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।