সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভোট শুরুর আগেই বাজারে ’‘মোদি শাড়ি’’

আপডেটঃ ১:১২ অপরাহ্ণ | জানুয়ারি ২০, ২০২২

নিউজ ডেস্কঃ

ভারতের নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি।এর মধ্যে দিয়ে দেশটির নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের ছবি সংবলিত শাড়ি।শাড়িগুলোর ধরন নিয়ে কয়েকটি ভিডিও প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।কেউ কেউ মনে করছেন শাড়িগুলো নির্বাচনি প্রচারণায় দুই নেতার ইমেজ কাজে লাগিয়ে ভোট টানার কৌশল।বিজেপির নির্বাচনি প্রতীক পদ্মে সুশোভিত শাড়িগুলোতে লেখা হয়েছে-‘যারা ভগবান রামকে নিয়ে এসেছে, আমরা তাদের নিয়ে আসব’।অযোধ্যায় রাম-মন্দির নির্মাণ করেছিল বিজেপি।উত্তরপ্রদেশে ১০ ফেব্রুয়ারি থেকে সাত ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন এবং ১০ মার্চ ফলাফল ঘোষিত হবে।জানা যায় ‘অযোধ্যা থিমে তৈরি ১ হাজার শাড়ি পূর্ব ও পশ্চিম ইউপিতে মহিলাদের বিতরণ করার পরিকল্পনা রয়েছে।’

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সংবলিত শাড়ি এই প্রথম নয়।২০১৯ লোকসভা নির্বাচনের আগে গুজরাটে ডিজাইন করা টুকরা তৈরি করা হয়েছিল। ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রতিটি শাড়ির দাম ছিল প্রায় দেড় হাজার রুপি।

অযোধ্যায় রামমন্দির নির্মাণ বিজেপির কাছে একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে।এটি তার নির্বাচনি ইশতেহারে বেশ কয়েকবার বলা হয়েছে।রাম মন্দির নির্মাণের সময়সূচি অনুযায়ী অগ্রগতি বলছে, এটি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সকল জনগনের জন্য উন্মুক্ত করা হতে পারে।

IPCS News : Dhaka :