ভৈরব-কুলিয়ারচর প্রবাসী মানবতা ফোরাম এর পক্ষ থেকে থানার ওসিকে ফুলেল শুভেচছা
আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | মে ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:-“চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরের প্রবাসীদের নিয়ে নবগঠিত “ভৈরব-কুলিয়ারচর প্রবাসী মানবতা ফোরাম” এর পক্ষ থেকে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা-কে পৃথক পৃথক ভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।গত ২৮ মে রোববার রাত ১১টার দিকে ভৈরবপুর উত্তর পাড়া মহল্লার তসিন ইসলাম ও কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের মো. আল আমিন এর নেতৃত্বে কয়েকজন যুবক ভৈরব থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে গিয়ে ওসি মোহাম্মদ মাকসুদুল আলমের হাতে আনুষ্ঠানিক ভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে ওই দিন সন্ধ্যার পর কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুলিয়ারচর উপজেলার পশ্চিম নাজিরদিঘী গ্রামের মো. ফারুক রানা, মো. বরকত উল্লাহ, দ্বাড়িয়াকান্দি গ্রামের মো. সাফায়েত ও কুলিয়ারচর বাজার মহল্লার তাকরিম।
জানা যায়, চলতি বছরের ২৩ মে কুলিয়ারচর উপজেলার সৌদি প্রবাসী মো. সেলিম মিয়াকে আহ্বায়ক, সৌদি প্রবাসী মোজাম্মেল হক মামুনকে যুগ্ম আহ্বায়ক ও সৌদি প্রবাসী আতিক হাসান নিলয়কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কুলিয়ারচর উপজেলার ডুবাই প্রবাসী বোরহান উদ্দিন প্রধান, ভৈরব উপজেলার ইতালি প্রবাসী আব্দুল্লাহ আল নাসিম, ইতালি প্রবাসী মো. বায়তুল্লাহ মিয়া ও ইতালি প্রবাসী মো. জুয়েল মিয়া।নবগঠিত সংগঠনের আহবায়ক মো. সেলিম মিয়া ও সদস্য সচিব আতিক হাসান নিলয় সহ সদস্যরা বলেন, “ভৈরব-কুলিয়ারচর প্রবাসী মানবতা ফোরাম” একটি অরাজনৈতিক মানবিক সংগঠন।
চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে এই স্লোগানকে সামনে রেখে হাটি হাটি পা পা করে বিভিন্ন মানবিক কাজে এগিয়ে যাবে আমাদের এ সংগঠন।আমরা বিগত কয়েকদিনের মধ্যে একটি কার্যকরী কমিটি গঠন করে অসহায় ও হতদরিদ্রের সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ।এজন্য প্রয়োজন সকলের দোয়া ও সহযোগিতা।
IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।