সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভালো বিদায় চাইলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিন: ড. খন্দকার মোশাররফ

আপডেটঃ ৪:৪০ অপরাহ্ণ | নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ

ঢাকা:- শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার যদি সম্মানজনকভাবে বিদায় নিতে চায়, তবে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। তিনি বলেন, “জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা। এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব বর্তমান সরকারের।”

খন্দকার মোশাররফ আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের ফসল এই সরকার। কিন্তু তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে নির্বাচন আয়োজনের দায়িত্ব নিতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “মূল সংস্কারগুলো করা উচিত একটি নির্বাচিত সরকারের। জনগণের আস্থার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।”

বিএনপি নেতা আরও দাবি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে এবং একটি গ্রহণযোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করবে। এসময় সভায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka :