সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মদন উপজেলা ও পৌরসভা বন্যায় প্লাবিত।পানি বন্দী হাজারো মানুষ।

আপডেটঃ ১:৪৮ অপরাহ্ণ | জুন ১৯, ২০২২

নিউজ ডেস্কঃ

 মদন:- নেত্রকোনা মদন উপজেলা ও পৌর সভায় গত কয়েক দিন ধরে টানা ভারী পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা গোলা পানি বিপরীত সীমার উপর দিয়ে বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনা মদন উপজেলা ও পৌরসভায় বন্যার অবস্থা অবনতির দিকে যাচ্ছে।উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভার অনেক ওয়ার্ডেয় পানি বন্দী অবস্থায় রয়েছে হাজারো মানুষ।উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি তথ্য মতে,গত শুক্রবার সকাল থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাঘান  গোবিন্দশ্রী ও ফতেপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামসহ শতধিক গ্রাম বন্যায় প্লাবিত হয়ে বসতঘরের ভিটা পানির নিচে তলিয়ে গেলে অনেক লোকজন সরকারী আশ্রয় কেন্দ্রসহ আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন।আবার অনেক লোকজন পানি বন্দী অবস্থা থাকলেও ঘরের ধান চাল ও গবাদি পশু থাকার কারনে আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার সম্ভব হচ্ছে না।

উপজেলা ও পৌর সভায় প্রায় ৩ হাজার পুকুর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কোটি কোটি টাকার মাছ ক্ষতি হয়েছে।এদিকে মদন উপজেলা প্রশাসন বন্যায় প্লাবিত মানুষের জন্য ৪০টি আশ্রয়ন কেন্দ্র ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভা সহ ৯ টি কন্ট্রোল রুম সেবা প্রধানের জন্য প্রস্তুত রেখেছেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল ডাল সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন।

মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ এ প্রতিনিধিকে জানান, শনিবার দুপুর পর্যন্ত ১২ থেকে ১৩শত পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।প্রত্যক পরিবারের জন্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে।এবং মদন উপজেলায় প্রায় ৬০ থেকে ৭০হাজার মানুষ পানি বন্দী অবস্থায় আছেন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : মদন।