ভারত বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা চালাচ্ছে,বড় বিপদের আশঙ্কা:মির্জা ফখরুল
আপডেটঃ ২:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি শক্রতা প্রচারণা চালাচ্ছে, যা দেশের জন্য বড় বিপদের কারণ হতে পারে। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ভারত বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং এর প্রভাব আমাদের জাতির জন্য বিপদজনক হতে পারে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশের অর্জনকে ধ্বংস করার চেষ্টা চলছে।
তিনি বলেন, এই মুহূর্তে ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন, এবং সরকার জনগণকে বিভক্ত করতে সফল হয়েছে। জাতি হিসেবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে, বিশেষ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এই সরকারের কারণে দেশে বিভাজন সৃষ্টি হয়েছে। এর ফলে আমাদের উচিত জাতি হিসেবে আরও সহনশীল হওয়া, এবং গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকলেও ঐক্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সরকারকে তাগিদ দিয়ে বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সময়সীমা নির্ধারণ করা উচিত এবং এই নির্বাচনের রোডম্যাপ সরকারকেই দিতে হবে। জনগণ একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চায়। এছাড়া ফখরুল নির্বাচনব্যবস্থার বর্তমান সংখ্যানুপাতিক ব্যবস্থা সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা সম্ভব নয়, আমরা এটি প্রত্যাখ্যান করেছি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে জনগণের অসন্তোষ বাড়ছে। জনতার বিপ্লবের ডাক শোনা যাচ্ছে। তবে আমাদের এখন প্রয়োজন ধৈর্য্য এবং সহনশীলতা।
এ সময় মির্জা ফখরুল ইসলামের পাশে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
IPCS News : Dhaka : নিজস্ব প্রতিবেদক।