রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনার অবসান, চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে

আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘ সময় ধরে শঙ্কা তৈরি হয়েছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর বিষয়ে।অবশেষে, আইসিসির মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে এবং টুর্নামেন্ট নিয়ে আর কোনও জটিলতা নেই বলে ঘোষণা দেওয়া হয়েছে।এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ না হলেও, দুই দেশের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হবে।এই মডেলের অধীনে, ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না এবং নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে খেলবে।অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে অংশ নেবে না।শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত হবে লিগ পর্যায়ের ম্যাচগুলো।

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দেওয়া শর্ত অনুযায়ী, ২০২৭ পর্যন্ত ভারত পাকিস্তান দলের ভারতে না যাওয়ার বিষয়ে বাধ্য হবে আইসিসি।২০২৬ সালে ভারত ও শ্রীলংকা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে এবং সেই টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে।সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫-এ ভারতে নারীদের ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, এই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য পরে একটি বিকল্প ভেন্যু নির্ধারণ করা হবে।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিসিবি চ্যাম্পিয়নস ট্রফির হাইব্রিড মডেল মেনে নেওয়ার বদলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কলম্বোয় আয়োজন করবে এবং ২০২৭-৩১ সময়ে মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে।তবে চ্যাম্পিয়নস ট্রফির কিছু ম্যাচ দুবাইয়ে আয়োজন করায় পিসিবি বিশেষ আর্থিক ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে।

হাইব্রিড মডেলের অধীনে, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই।আরব আমিরাতে ভারত হবে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজক।অন্যদিকে, পাকিস্তান মোট ১০টি ম্যাচের মধ্যে একটি সেমিফাইনালসহ আয়োজক হবে।এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকবে।‘বি’ গ্রুপে থাকবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড।

প্রাথমিক সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে।আজ বিসিসিআই এবং পিসিবির সঙ্গে আইসিসির বৈঠকের পর চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে।

IPCS News : Dhaka :