সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভারতে ট্রেনের ত্রি-মূখী সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ৪ শতাধিক, আহত সাড় ৯ শত।

আপডেটঃ ৭:৩৭ অপরাহ্ণ | জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

ভারতে ট্রেনের ত্রি-মূখী সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ৪ শতাধিক।হতাহতের সংখ্যা সাড়ে ৯ শতাধিক।তবে আহত ও নিহতের সংখা আরো বাড়বে।১৩০ কিমি প্রতি ঘণ্টা স্পিডে গিয়ে মালগাড়ির পিছনে হিট করে করমণ্ডল এক্সপ্রেস।এতে ১৮ টি বগি লাইনচ্যুত হয়, এবং ৩/৪ টি বগি অন্য লাইনের উপরে গিয়ে পড়ে।ঠিক তখনই বিপরীত দিক থেকে ১১০ কিলো স্পিডে ছুটে আসা আরেকটি ট্রেনের সাথে ওই লাইনচ্যুত বগি গুলো সংঘর্ষ হয়।কি লৌমহর্ষক ব্যাপার।এই করমন্ডল এক্সপ্রেস ট্রেনে বেশিরভাগ বাংলাদেশী মানুষ চিকিৎসার জন্য চেন্নাই ভ্রমণ  করেন।** দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস মৃত্যু ২৮৮ আহত ৯০০+ বাংলাদেশের কোন যাত্রী এই ট্রেনে থাকলে নিচের হ্লেপলাইন নম্বরে যোগাযোগ করুন হেল্পলাইন নম্বর +919038353533 বাংলাদেশে।(033) 26382217 89702739259332392339 (বাপুরা9903370746 শামির8249591550 (বালেশ্বর)7978-410322 (বালেশ্বরা6782262206 (বালেশ্বর)

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।