বড়দিন উপলক্ষে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমান ও মির্জা ফখরুলের
আপডেটঃ ১১:৪৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ
বড়দিন উপলক্ষে মঙ্গলবার দেওয়া বাণীতে সমাজে শান্তি, স্থিতি প্রতিষ্ঠা এবং অবিচার ও নির্মমতার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।একই সঙ্গে দেশের খ্রিস্টধর্মাবলম্বীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, “মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া।অসুয়া ও হিংসা ত্যাগ করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার-নির্মমতা প্রতিরোধে আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব।আর তাহলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে আমরা সক্ষম হবো। আমি বড়দিনের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
তিনি আরও বলেন, “সত্যনিষ্ঠা, ন্যায়নীতি, শান্তি এবং করুণার দিশারী মহান যীশুখৃষ্টের এদিনে পৃথিবীতে আগমন ঘটে।তিনি এসেছিলেন মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে।যুগে যুগে মহামানবরা মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা দিয়েছেন। শুভ বড়দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব, যা মানুষের মাঝে সম্প্রীতি ও শুভেচ্ছার বার্তা ছড়ায়।”
অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড়দিন উপলক্ষে পৃথক বাণীতে বলেন, “২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে এই দিনটি মহিমান্বিত।মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি দিতে যীশুখৃষ্টের আবির্ভাব ঘটেছিল।তিনি তার অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ জীবন গড়ে তুলতে নির্দেশনা দিয়েছেন।তার প্রদর্শিত পথে চললেই সহিংসতা এড়িয়ে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।”
বড়দিন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দ সকল ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানান।4o
IPCS News : Dhaka :