বোচাগঞ্জে ট্রেড লাইসেন্সে চেয়ারম্যানের স্বাক্ষর না করার অভিযোগ
আপডেটঃ ৭:৫৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- চেয়ারম্যান ও সচিব ২০২০-২১ সালে ট্রেড লাইসেন্সে সাক্ষর দিয়েছেন ২০২২-২৩ সচিব সাক্ষর করেছেন কিন্তু চেয়ারম্যান সাক্ষর করেননি।যার কারনে বিপাকে পরেছেন ব্যবসায়ীরা।দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার ৩নং মুশিদ হাট ইউনিয়ন পরিষদ কর্মস্থলে চেয়ারম্যানকে বেলা ১২ টা পর্যন্ত উপস্থিত পাওয়া যায়নি ইউনিয়ন পরিষদ ভবনের ২য়তলা ই সেন্টারে যোগাযোগ করে চেয়ারম্যানের মোবাইল নম্বর টি নেওয়া হয় কিন্তু ই সেন্টার থেকে জানানো হয় সচিব সাহেব ট্রেনিংয়ে রয়েছেন।অতপর মোবাইল ফোনে চেয়ারম্যান ওয়াক্কাস আলী কাঞ্চন বলেন, ট্রেড লাইসেন্সধারি আলমগীর আলম এর বোনের অভিযোগের ভিত্তিতে লাইসেন্স নবায়নে সাক্ষর করেননি।অপর দিকে ট্রেড লাইসেন্স নবায়নকারি আলমগীর আলম জানান, তার বোনের নাম ভোটার আইডি কার্ডে সাবিনা ইয়াসমিন নামে রয়েছে মুক্তি নামে নয়, তিনি পৌরসভার বাসিন্দা।
৩ নং মুশিদ হাট ইউনিয়নের পরিষদের বাসিন্দা তিনি নয়।এই ইউনিয়নের বাসিন্দা আমি মুলত মোঃ আলমগীর আলম তার কন্যা সন্তান মালিহা ইয়াসমিন মুক্তি নামে এই লাইসেন্স টি করা হয়েছে।এটা তার বোনের নামে নয়, আমার মেয়ের নামে ব্যবসায়ীক প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে, অভিযোগকারি সেতাবগঞ্জ পৌরসভার স্থানীয় বাসিন্দা।
কেন কি কারণে অভিযোগ করেছে তা তার বোধগম্য নয়,অভিযোগকারী ভোটার আইডি কার্ডে সাবিনা ইয়াসমিন নাম রয়েছে, মুক্তি নামে নয়।এতে করে ট্রেড লাইসেন্সে চেয়ারম্যানের সাক্ষর না করায় বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে তাকে।
বিষয়টি নিয়ে ৩ নং মুশিদ হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত পূর্বক আশু হস্তক্ষেপ লাইসেন্স নবায়নে সাক্ষর করার আবেদন জানান তিনি।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর