বেগুনে হেরোইন পাচার, গ্রেপ্তার ১
আপডেটঃ ১২:১৪ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে বেগুনের ভেতরে করে হেরোইন পাচার কালে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ৫।গত ২৭ অক্টোবর রাতে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন ১০৫ গ্রামসহ রুহুল আমিনকে গ্রেপ্তার করে র্যাব।রুহুল গোদাগাড়ী চরভুবন গ্রামের মৃত সাবেয়ার রহমানের ছেলে।জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ১ জন ব্যবসায়ী মাদকদ্রব্যসহ যাত্রীবেশে রাজশাহী রেলস্টেশনের সম্মুখভাগে অবস্থান করছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশনের রেলওয়ে বাউন্ডারীর উত্তর পার্শ্বে গাড়ী পার্কিং এলাকায় পুর্ব-পশ্চিম লম্বা-লম্বি ওয়াল সংলগ্ন দুই ল্যাম্প পোষ্টের মাঝ বরাবর স্থানে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ঘটনাস্থলেই ১ জন ব্যক্তিকে তার হেফাজতে থাকা প্লাস্টিকের জালি বস্তার ভিতর থাকা বেগুনসহ আটক করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর হেফাজতে থাকা ১টি লাল-হলুদ রংয়ের প্লাস্টিকের জালি বস্তা তল্লাশী করে বস্তার ভিতর থাকা বেগুনের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২ টি স্বচ্ছ পলিপ্যাকে রক্ষিত হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।