বিসিএস-২০২০ এর পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা।
আপডেটঃ ৩:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০২২
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ হতে ০৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী কেন্দ্রে ৪৩তম বিসিএস-২০২০ এর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ০৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ হতে ০৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত পরীক্ষা চলাকালীন উল্লিখিত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়ছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।