সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেটঃ ৭:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধি-দপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্বির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর-২০২২) উপজেলা কৃষি অফিস চত্তরে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড়) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদ্বীপ কুমার গুহ।এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এএসএম সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী, ২নং সুন্দরবন, ৩নং ফাজিলপুর ও ৪নং শেখপুরা ইউনিয়নে মোট ৭৫ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ৫ কেজি পটাস ও ১০ কেজি ডেপ সার প্রদান করা হয়।

পরে সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার সমন্বয়ে সাপ্তহিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড়) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদ্বীপ কুমার গুহ।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।